= কোশ বিভাজন দশম শ্রেণী | SsDevrajকোশ বিভাজন দশম শ্রেণী ~ SsDevraj

কোশ বিভাজন দশম শ্রেণী

আজ আমরা মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের 'কোশ বিভাজন' / Cell division অধ্যায়টি নিয়ে আলোচনা করব।
তাই প্রথমত আমরা কোশ সম্পর্কে জানব-

       কোশ এবং কোশ বিভাজন

Table of content -

• কোশ কাকে বলে ?

• কোশ কয় প্রকার ও কি কি ?

• কোশীয় অঙ্গানু গুলির নাম।

• কোশ বিভাজন কাকে বলে ?

• কোশ বিভাজন কয় প্রকার ও কি কি ?

কোশ

           এককোশী জীব থেকে শুরু করে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেহ এক বা একের বেশি কোশ দিয়ে গঠিত তাই, কোশকে জীবদেহের গঠনমূলক একক বলে।
প্রতিটি জীবের জীবন যাত্রা শুরু হয় একটি মাত্র কোশ থেকে। তাছাড়া কোশের মধ্যে সমস্ত জৈবিক ক্রিয়া গুলো একক ভাবে সম্পন্ন হয়। 
এই জন্য এক কথায় কোশ হলো জীবনের কার্যগত ও গঠনগত একক

কোশের সংজ্ঞা : 

          অর্ধভেদ্য আবরণী বেষ্টিত, প্রোটোপ্লাজম নির্মিত, স্প্রজননশিল জীবনের গঠনমূলক এবং ক্রিয়ামূলক একককে কোশ বলা হয়।

• কোশ কয় প্রকার ও কি কি?

- কোশের গঠন বিশেষ করে নিউক্লিয়াসের গঠন অনুসারে সমস্ত রকম উদ্ভিদ ও প্রাণী কোশকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা - •)প্রোক্যারিওটিক কোশ বা আদি কোশ 
                       •) ইউক্যারিওটিক কোশ বা আদর্শ কোশ।


** আদর্শ কোশ গঠিত হয় প্রধানত তিনটি অংশ নিয়ে যথা - • কোশ প্রাচীর 
• কোশ পর্দা 
• প্রোটোপ্লাজম
Cell division
আদর্শ কোশ    

• আদর্শ কোষ ইউক্যারিওটিক কোশের প্রোটোপ্লাজম -

কোশপর্দা ঘেরা কোশ মধ্যস্থ সমগ্র সজীব অংশটি হল প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে গঠিত হয়।

• সাইটোপ্লাজম-এর অংশ -

-> ভ্যাকুওল বা vacuole
-> কোশ অঙ্গানু বা cell organs
-> Ergastic substance - নির্জীব বস্তূ বা  একপ্রকার  বর্জ্য পদার্থ
  

• কোশ অঙ্গানু - 

1) সেন্ট্রোজোম বা Centeosome
2) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা Endoplasmic reticulum
3) মাইটোকনড্রিয়া বা Mitochondria
4) রাইবোজোম বা Ribosome
5) লাইসোজোম বা Lysosome
6) প্লাস্টিড বা Plastid
7) গলগি বস্তু বা Golgi bodies

**আশা করছি এইসব বিশ্লেষণের পর তোমাদের কোশ সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে তাই এবার কোশ বিভাজন সম্পর্কে আলোচনা করছি - - -

Previous
Next Post »